নেত্রকোনায় ২৩৫ মাদকসেবীর আত্মসমর্পণ


প্রকাশিত: ১১:২০ এএম, ২৭ মে ২০১৭

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে ও সদর সার্কেলের বাস্তবায়নে সদর ও পূর্বধলা উপজেলার ২৩৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে।

শনিবার দুপুরে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে জেলা পুলিশ লাইন মিলনায়তনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কাছে আত্মাসমর্পণ করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. এম এ হামিদ খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

পরে পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের রিকশা, সেলাই মেশিন, ছাগল ও নগদ টাকা বিতরণ করা হয়।

এছাড়া ও মাদকসেবীদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে বলে জানান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।