উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৭ মে ২০১৭

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন এলাকায় মাছের ঘের দখল করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাত ১২টার পর প্রায় ৬০০ একরের অধিক জমির ওপর স্থানীয় কৃষকদের করা একটি মাছের ঘের দীর্ঘদিন থেকে দখলের চেষ্টা করে আসছিল গলাচিপা পৌরসভার মেয়র তুহিন খলিফার বোন মিতু বেগম। শুক্রবার রাতে মিতুর পক্ষে ভাড়াটিয়া হিসেবে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদার ও তার ২৫-৩০ জন সাঙ্গপাঙ্গ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের ভয়ভীতির মাধ্যমে ঘের দখলের চেষ্টা চালায়।

এ সময় স্থানীয় লোকজন বহিরাগতদের উপস্থিতি টের পেয়ে ঐব্যবদ্ধ হয়ে ডাকচিৎকার করে এবং একপর্যায়ে দখলকারীদের ওপর এলোপাতাড়ি হামলা করে। তখন গণধোলাইয়ের শিকার হয় ছাত্রলীগ সভাপতি খালিদ, শহিদ, এনামুল ও তারিকুলসহ আটজন। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রলীগ সভাপতির সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

তবে এ ব্যাপারে মিতু বেগম বলেন, যারা শুক্রবার রাতে ওখানে গিয়েছিল তারা আমার লোক না, আমি কাউকে ওখানে পাঠাইনি।

এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, পরিস্থিতি এখন শান্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।