কলমাকান্দায় লরিচাপায় শিশু নিহত
নেত্রকোনার কলমাকান্দায় লরিচাপায় রোববার সকালে হোসেন মিয়া (৮) নামে এক শিশু মারা গেছে। সে কলমাকান্দা-পাতলাবন সড়কের সীমান্তের সন্ন্যাসীপাড়া গ্রামের রবি মিয়ার ছেলে ও মৌতলা কিন্ডার গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে হোসেন মিয়া বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল। এসময় সীমান্তবর্তী এলাকায় মহাদেও নদী থেকে একটি বালু বোঝাই লরি সন্নাসীপাড়ায় এসে হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। লরিটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও আটকের চেষ্টা চলছে। এ নিয়ে এখনো মামলা হয়নি।
কামাল হোসাইন/এফএ/এমএস