আবারও বিরলে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ
দিনাজপুরের বিরলে তিনদিনের ব্যবধানে চন্দন কুমার রায় (১৭) এবং ছায়া রানী দেবশর্মা (১৬) নামে আরও এক প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চন্দন কুমার রায় উপজেলার শহরগ্রাম এলাকার অতিন চন্দ্র রায়ের ছেলে এবং ছায়া রানী দেবশর্মা বাদারী গ্রামের নীল কান্ত দেবশর্মার মেয়ে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শীষ গ্রাম এলাকার একটি কদম গাছ থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল থেকে তারা দুইজন বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরেনি। রোববার সকালে শীষগ্রাম এলাকার একটি কদম গাছের সঙ্গে তাদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় লোকজন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে। এবার তারা দুইজনেই বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে চন্দন কুমার রায় পাস করলেও ছায়া রানী দেবশর্ম পাস করতে পারেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তারা দুইজন একসঙ্গে আত্মহত্যা করেছে।
এর আগে গত বৃহস্পতিবার বিরল উপজেলার সাকোইর গ্রামে একটি আমগাছ থেকে এক প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি