লক্ষ্মীপুরে নারীসহ তিনজনের মৃত্যু


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৮ মে ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শামছুল হক (৪০), সাহাব উদ্দিন (৩২) ও অজ্ঞাত নারী (২৮)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে রায়পুর উপজেলা বামনীর কলাকোপা গ্রামের আবদুল মান্নানের পুকুর থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এর আগে শনিবার (২৭ মে) রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকার মেঘনা নদীতে মাছ শিকারকালে বজ্রপাতে শামছুল হক মারা যায়।

এ সময় খোরশেদ আলম, আব্দুর রশিদ, মো. রাব্বী ও সিরাজ মিয়া আহত হয়। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই সময় রামগতির চরগাজী এলাকায় বজ্রপাতে সাহাব উদ্দিন নামের এক ব্যক্তি হয়েছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে আহত জেলেদের চিকিৎসা চলছে। এসব রোগীরা সাধারণত কিডনি ও হার্টের ঝুঁকিতে থাকে বেশি। এ জন্য যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।