টঙ্গিবাড়ীতে ৫শ পরিবারে রমজানের সামগ্রী বিতরণ


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ মে ২০১৭

পবিত্র রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নে ৫শ দুস্থ ও অসহায় মানুষের ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় মান্দ্রা মাদরাসা মাঠে এসব পণ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফারুক খান।

এসময় প্রতিটি পরিবার থেকে একজনকে ২৫ কেজি চাল, ৫ কেজি তেল ও পিয়াজ, ৩ কেজি ডাল, খেজুর, ছোলা, মুড়ি, চিড়া, চিনি, আদা, রসুন ও ইসবগুলের ভুষি দেয়া।

Foysal

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি মনির খান, শিল্পপতি মাসুদুর রহমান খান সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান খান, ইউনিয়ন আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভাপতি মিন্টু খান। আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার বিল্লাল পাইক, মোতালেব খান, বাবুল শেখ বর্তমান মেম্বার মিলন মোল্লা ও বাবুল রাঢ়ী । অনুষ্ঠানে যুবকদের মধ্যে থেকে বক্তিতা দেয় জসিম পাইক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী আব্দুল আওয়াল শেখ এবং সঞ্চালনা করেন ফয়সাল খান।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।