বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় ৩ জঙ্গি আদালতে


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৯ মে ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু উ দেমা উয়াছা হত্যা মামলায় তিন জঙ্গিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তবে উ দেমা উয়াছা এর ভিক্ষুত্ব গ্রহণের আগে নাম ছিল মং শৈ উ চাক।

আসামিরা হলেন, মোছাম্মত আর্জিনা, জহিরুল হক প্রকাশ ওরফে জসিম এবং হাসান। তাদের বাড়ি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকায়।

আসামিরা চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়ির জঙ্গি সম্পৃক্ততায়ও জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে তাদের হাজির করা হয়।

এসময় আদালত আগামী ১৯ জুন তাদের হাজির করার আদেশ দেন।

পুলিশ জানায়, গত বছরের মে মাসে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারি এলাকার উপচাক পাড়ায় মধ্য রাতে বৌদ্ধ বিহারে প্রবেশ করে ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বজনরা নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় তখন জিয়াউর রহমান (২৫), আবদুর রহিম (৪০) ও ছা মং চাক (৪৫) নামে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, চট্টগ্রামে সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়ি থেকে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) হাতে গ্রেফতার হওয়া তিন জঙ্গি ভান্তে হত্যায় জড়িত থাকার বিষয়ে পুলিশকে জানাই। সীতাকুণ্ডের ঘটনায় আত্মঘাতি বিস্ফোরণ ও গুলিতে নিহত হয় পাঁচজন।

সৈকত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।