মুন্সিগঞ্জে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে দুটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান খোন্দকারের নেতৃত্বে পঞ্চসার ইউনিয়নের আদারিতলায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিক্তিতে পঞ্চসার ইউনিয়নের আদারিতলা এলাকার অভিযান চালিয়ে দুটি কারখানা থেকে চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর মধ্যে রাসেল ফিশিং নেট থেকে এক লাখ ৫০ হাজার মিটার এবং মোশারফ ফিশিং নেট থেকে দুই লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উভয় কারখানাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পারে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলেও তিনি জানান।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম