আংগারিয়া-কৈবর্তখালি সড়কের বেহালদশা, জনদুর্ভোগ চরমে
ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া-কৈবর্তখালী সড়কটি দীর্ঘদিন যাবত মেরামত না করায় সড়কটির এখন বেহালদশা। আর জনদুর্ভোগ চরমে।
জানা যায়, আংগারিয়া-কৈবর্তখালী সড়ক দিয়ে যাতায়াতকারী পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছেন। এ সংযোগ সড়ক নির্মাণের পর প্রায় ৮ বছর ধরে কোন মেরামতের কাজ না করায় এখন সেটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার সড়কের সব জায়গা জুড়ে গর্ত খানা-খন্দ ও ভাঙ্গাচূড়া থাকায় টেম্পু, রিক্সা, সাইকেলসহ পথচারীদের চলাচল করতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। সড়কটি রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে আঙ্গারিয়া-আলগী-জীবনদাসকাঠি-নিজগালুয়া- কৈবর্তখালি গ্রামের গাজীবাড়ি নামক স্থানের রাজাপুর-ভান্ডারিয়ার আঞ্চলিক মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে।
তত্বাবধায়ক সরকারের আমলে এ সড়কটির নির্মাণকাজ শেষ হলেও আজ পর্যন্ত কোনো মেরামতের কাজ না হওয়ায় বর্তমানে এ করুণ দশা। বর্ষাকালে এ সড়কে যান চলাচল পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।
এআরএ/আরআই