মোরা মোকাবেলায় তিন পার্বত্য জেলায় ২০ মেট্রিক টন খাদ্য মজুদ


প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩০ মে ২০১৭
ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় তিন পার্বত্য জেলার জন্য ২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রাখা হয়েছে। একই সঙ্গে মোরা মোকাবেলায় ১০ লাখ টাকা সংরক্ষিত রাখা হয়েছে। এলাকায় ক্ষতি নিরুপণ করার পর এই খাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা দেয়া হবে।

মঙ্গলবার দুপুরে এসব কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী।

তিনি আরও জানান, সকালে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে উন্নয়ন সভায় এসব আলোচনা হয়। এসময় ২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ও ১০ লক্ষ টাকার বিষয়ে জানানো হয়।

উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৈকত দাশ/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।