মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ২ পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০২ জুন ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি নামক এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই হাসেম মুন্সী জানান, সকালে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী যুবক ইব্রাহীম (৩৫) ও জাহিদ (৩০) নিহত হন। এ ঘটনায় আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও চালক মনির হোসেনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে প্রাথমিক ভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।