কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৮ এএম, ১৩ মে ২০১৫

কুষ্টিয়ার বারুইপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমিরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। বুধবার ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার করিমপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বারুইপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ময়নাল বিশ্বাস ও সুলতান বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর আগেও দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে বুধবার ভোরে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

এসময় বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আমিরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।