নেত্রকোনায় ঘূর্ণিঝড়ে নিহত ১, বাড়িঘর বিধ্বস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৩ জুন ২০১৭

নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ও দোওজ ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। শনিবার দুপুর পৌনে ২টার দিকে দেড় মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতের নাম নূরন্নাহার (৪৫) । তিনি কদম শ্রী গ্রামের মুঞ্জু মিয়ার স্ত্রী।

ঘূর্ণিঝড়ে তেলিগাতি ইউনিয়নের বিজয়পুর হাতিয়র বাদে বড়তলি, গৌরিনগর, তেলিগাতি বাজারের দোকান পাট, তেলিগাতি ডিগ্রি কলেজ টিনের ঘর ও তেলিগাতি উচ্চ বিদ্যালয়ের তিনটি ঘরসহ সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বৈদ্যুতিক খুটি।

netrokona

তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান জানান, দুপুর মাত্র কয়েক মিনিট স্থায়ী প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তেলিগাতি বাজার, তেলিগাতী, পূর্ব হাতিয়র, পশ্চিম হাতিয়র ইকরআটি, মাটিকাটা, বিজয়পুর, দুওজ, চান খা বড়তলি, কামারগাতি, বালিকান্দি। এছাড়া তেলিগাতি ডিগ্রি কলেজের টিনের চাল উড়ে গেছে।

এদিকে নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ১০ হাজার ও আহত ছয়জনকে নগদ ৫ হাজার করে টাকা দেয়া হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

কামাল হোসাইন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।