নড়াইল শিক্ষা ট্রাস্ট ও ফাউন্ডেশনের বৃত্তি প্রদান


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৩ মে ২০১৫

নড়াইল শিক্ষা ট্রাস্ট ও ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১৩ সালের এসএসসি ও ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান। এসময় ৮০ জন শিক্ষার্থীর মাঝে  বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১হাজার ৫শত টাকা করে  মোট ১লাখ ২০হাজার টাকা এবং ১টি করে সনদ  প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড.সুবাস চন্দ্র বোস, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শৈলেন্দ্রনাথ সাহা, শিক্ষাবিদ দিলারা বেগম, নারীনেত্রী বেগম রাবেয়া ইউসুফ, ব্যবসায়ী মো. হাসানুজ্জামান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।