বিড়াল মারার ফাঁদে প্রাণ গেল ছেলের
পঞ্চগড়ে মুরগির খামারের বন বিড়াল (হাফা) এবং বেজির উৎপাত ঠেকাতে বাবার পাতানো বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে রুস্তম আলী টুটুল নামে ৬ বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী ঠাকুরদীঘি এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বন্যপ্রাণির কবল থেকে খামারের মুরগি রক্ষার জন্য শিশুটির বাবা শুক্কুর আলী খামারের দরজায় উম্মুক্ত তারে বিদ্যুতের এই সংযোগ দেয়।
শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, স্থানীয় কৃষক শুকুর আলী প্রায় দুই বছর ধরে বাড়ির পাশে একটি মুরগির খামার দেন। বাঁশের বেড়ার তৈরি খামারের মুরগি বন বিড়াল এবং বেজিসহ বন্যপ্রাণির কবল থেকে রক্ষার জন্য দরজার সামনে দুইটি উম্মুক্ত তারে প্রতিদিন বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন।
সকালে সংযোগ বিচ্ছিন্ন করেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি তার দুটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে সংযোগ বিচ্ছিন্ন করার আগে তার ৬ বছরের শিশু রুস্তম আলী টুটুল খামারের কাছে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়।
পরিবারের লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টুটুল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। এ নিয়ে শিশুটির বাবা ও মায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য হাসনুর রহমান রিপন বলেন, যতনপুকুরী এলাকার শুক্কুর আলীর পাতানো বৈদ্যুতিক ফাঁদের কারণেই তার ছেলে মারা গেছে। এলাকায় গিয়ে জানতে পারি তিনি প্রতিদিন খামারে দুইটি তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন।
সদর উপজেলার ধাক্কামারা ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যতনপুকুরী এলাকার শুক্কুর আলীর ছেলে টুটুলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এএম/আরআইপি