লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে অন্তর মিয়া (২২) নামে এক গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে গরু আনতে গেলে কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল তাকে গুলি করে। পরে বিএসএফ ৮৪৩ নম্বর পিলারের কাছ থেকে তার মরদেহ টেনে হেঁচড়ে নিয়ে যায়।
অন্তর মিয়া (২২) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পাটগ্রাম উপজেলা সদর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজ বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জাগো নিউজকে বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে তবে বিএসএফের পক্ষ থেকে এখনও সারা পাওয়া যায়নি।
রবিউল হাসান/এমজেড/আরআইপি