কলমাকান্দায় অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৭ জুন ২০১৭

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের ছোট মনগড়া গ্রাম থেকে অপহৃত আদিবাসী ছাত্রীকে ১২ দিন পর বুধবার ভোরে গাজীপুর থেকে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর ছিদ্দিক জাগো নিউজকে জানান, অভিনব কৌশলে থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল কায়ুমের নেতৃত্বে পুলিশ আজ বুধবার ভোরে গাজীপুরের জয়দেবপুর উপজেলার ভবানীপুর নৌলাপাড়া গ্রামের মোজাফরের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারীর মূল হোতা ফজর আলিসহ (২৮) অপহৃত ছাত্রীকে উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসেন।

উল্লেখ্য গত ২৬ মে শুক্রবার রাতে আদিবাসী ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফেরার পথে আদিবাসী ছাত্রী অপহৃত হয়।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।