অর্থের অভাবে মৃত্যুর প্রহর গুণছে মারিয়া


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৪ মে ২০১৫

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে মৃত্যুর প্রহর গুণছে হতদরিদ্র মেধাবী ছাত্রী মারিয়া আক্তার(১২)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা ওসমান বেপারী পেশায় দিনমজুর।

চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিলে মারিয়ার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু, ব্যয়বহুল এ চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তশালীদের কাছে অর্থ সহায়তা কামনা করছেন তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা মারিয়া আক্তার, হিসাব নং-৩৪০০০০৩৬, অগ্রণী ব্যাংক, কালকিনি শাখা, মাদারীপুর এবং বিকাশ নং ০১৯৫৫৬৫৪১১৭।

মারিয়া জানায়, তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। মানুষকে বিনা খরচে চিকিৎসা করাবে। কিন্তু, সে স্বপ্ন আজ কবর রচনায় পরিণত হতে চলছে।

এ কে এম নাসিরুল হক/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।