স্থল সীমান্ত চুক্তি : কুড়িগ্রামে আওয়ামী লীগের আনন্দ মিছিল


প্রকাশিত: ১১:০৯ এএম, ১৪ মে ২০১৫

ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরে আনন্দ মিছিল, মিষ্টি মুখ ও আলোচনা সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের জিরো পয়েন্ট ঘোষপাড়ায় এসে শেষ হয়।
 
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, সহ-সভাপতি পনির উদ্দিন আহমেদ, চাষী আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট এস.এম.আব্রাহাম লিংকন, কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সালেহ আহমেদ মজনু, জিল্লুর রহমান টিটু, ওয়াহেদুন্নবী সাগর, সফিকুল ইসলাম শাকিব প্রমুখ। পরে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, একটি চক্র ছিটমহলবাসী মানুষের ভাগ্য পরির্বতনে বিরোধিতা করছে। তারা সর্বদাই বাংলাদেশের মানুষের উন্নয়নে বাধা সৃষ্টি করে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যখন দেশকে পরিচালনা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ঐ চক্রটি বিভিন্নভাবে ছিটমহল বিনিময় বাধাগ্রস্থ করতে মিথ্যাচার শুরু করেছে। কোন প্রকার মিথ্যাচারে ছিটমহল বিনিময় বাস্তবায়ন যেন বাধাগ্রস্থ না হয় সেজন্য ছিটবাসীসহ দেশের মানুষকে সজাগ থাকার আহবান জানান তারা।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।