মাদারীপুরে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মাদারীপুরের কালকিনিতে রেশমা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে বর্বর নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে রেশমার শ্বশুরসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গৃহবধূকে নির্যাতনের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হবার পরেই আসামিকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
তিনি আরো জানান, বুধবার রাতে রেশমার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আকাশকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ্য থানায় মামলা দায়ের করেন। এর পরপরই রেশমার শ্বশুর মোহাম্মদ তালুকদার (৫৬) ও আকাশের বড় ভাই তুহিন তালুকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। আকাশকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর থেকে আকাশ তালুকদার পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মাদারীপুরের কালকিনির বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে রেশমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তার পাষাণ্ড স্বামী চাঁন মিয়া ওরফে আকাশ তালুকদার। তার হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন গোপন অঙ্গে সিগারেটের ছ্যাকা দিয়ে নির্যাতন করে আকাশ। আর গৃহবধূ যাতে চিৎকার করতে না পারে সেজন্য তার মুখ সুপার গ্লু দিয়ে আটকিয়ে দেওয়া হয়। পরে গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় বুধবার সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কে এম নাসিরুল হক/এআরএ/আরআই