দুই লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ জুন ২০১৭

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে অন্তত দুই লাখ টাকার মাদক ও মাদক বিক্রির প্রায় অর্ধলাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‌্যাব-১১।

শনিবার বিকেল ৩টায় দিকে কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ৪৫৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, এই ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৮) ও শেখ নূর ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে হস্তান্তর করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।