রাঙামাটিতে ভূমিধসে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১২ জুন ২০১৭

রাঙামাটিতে ভূমিধসের পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা শহরের পুলিশ লাইন হাসপাতাল এলাকা ও কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

নিহত দুই শিশুর মধ্যে একজনের নাম মাহিমা আক্তার, সে পুলিশ লাইন হাসপাতাল এলাকার শাহজাহান মিস্ত্রির মেয়ে। আর নিহত অন্য শিশুর নাম মো. বাবু, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, সোমবার সকাল ১১টায় পুলিশ লাইন হাসপাতাল এলাকায় শাহজাহান মিস্ত্রির বসতবাড়ির ওপর পাশের পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরের সবাই তাতে চাপা পড়ে। পরে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এ সময় মাহিমা আক্তার মারা যায়।

চেয়ারম্যান মো. দিলদার হোসেন জানান, উপজেলার নতুন বাজার এলাকার কার্গো পাড়ায় ভূমিধসে মো. বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।