বান্দরবানে মাটিচাপা পড়া মা-মেয়ের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৪ জুন ২০১৭

বান্দরবানের আঁগাপাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়া মা মিতু বড়ুয়া ও মেয়ে লতা বড়ুয়ার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর সো ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে এ পর্যন্ত শিশুসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার কালাঘাটা, আঁগাপাড়া ও লেবুঝিড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।