দুর্ঘটনা রোধে লিফলেট বিতরণ করলেন পুলিশ সুপার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রাপথে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন হিসেবে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
তিনি বাস, অটো রিকশা-ভ্যানের যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক এসব লিফলেট বিতরণ করেন এবং বাস ও অটোরিকসায় স্টিকার লাগিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান, গাইবান্ধা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল ও দফতর সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু প্রমুখ।
লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, যাত্রাপথে অপরিচিত লোকের দেয়া যেকোনো ধরনের খাবার পরিহার করতে হবে। প্রয়োজনে স্থায়ী দোকানদারদের নিকট থেকে খাদ্যদ্রব্য ক্রয় করুন।
গাড়িচালকদের প্রতি পুলিশ সুপার বলেন, আপনারা নির্ধারিত ডিউটির বাইরে ও ঘুম চোখে গাড়ি চালাবেন না। সকল ট্রাফিক সিগনাল মেনে চলুন। এছাড়া অজ্ঞানপার্টির তৎপরতা চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
রওশন আলম পাপুল/এফএ/পিআর