গাইবান্ধায় ছাত্রলীগের সড়ক অবরোধ-বিক্ষোভ


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৫ জুন ২০১৭

গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ও পৌর ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল বাতিল করায় ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর ট্রাফিক মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় এক নম্বর ট্রাফিক মোড় এলাকার চারটি সড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে প্রচণ্ড গরমে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সময় সড়ক অবরোধ করে বক্তব্য রাখেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পরে তারা গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফাহিম ইসলাম, ইবনে হাসান জীবন, বিশাল সরকার ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্য হামিদুর রহমান হিরু।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বৃহস্পতিবার গাইবান্ধা পৌর ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল।

কিন্তু ১৪ জুন রাতে জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রলীগকে অবহিত না করেই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেন। এছাড়া তারা ঘরোয়াভাবে করা ছাত্রলীগের সদর উপজেলা শাখার কমিটি বাতিলের দাবি জানান।

তারা জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে জেলা আহ্বায়ক কমিটি বাতিলসহ অবিলম্বে পৌর সম্মেলন ও কাউন্সিলের দাবি জানান।

এদিকে ছাত্রলীগের অপর একটি গ্রুপের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা প্রেসক্লাবে এসে পাল্টা সংবাদ সম্মেলন করেন।

বক্তব্যে তারা উল্লেখ করেন, পৌর ছাত্রলীগের কেউ কেউ পৌরসভার ৪টি ওয়ার্ড কমিটি থাকা সত্ত্বেও তারা নতুন করে পূর্বের তারিখ দিয়ে নতুন করে ৫টি ওয়ার্ড কমিটির অনুমোদন করেন।

এ অবস্থায় পৌর ছাত্রলীগের বৃহস্পতিবারের সম্মেলন ও কাউন্সিল করা সম্ভব হয়নি। এজন্য পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. আরিফ হোসেন তুষার মাইকে সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন।

সম্মেলনে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, জাহিদ হাসান সুমন, সাজ্জাদ হোসেন শান্ত, ছাত্রলীগের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিতেন্দ্র নাথ সরকার গোপাল, যুগ্ম-আহ্বায়ক আসিফ মাহমুদ, শ্যাম সরকার, শাহরিয়ার চৌধুরী রকি, সুমন সরকার জয় প্রমুখ।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।