পাওনা ১২০ টাকা চেয়ে দোকানি খুন


প্রকাশিত: ০৪:৩১ এএম, ২০ জুন ২০১৭

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে পাওনা ১২০ টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারিয়েছেন মুদি দোকানদার তাহাজ্জত আলী ওরফে চুট্টু মিয়া।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেগম আক্তার (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তাহাজ্জত আলী তার বাড়ির পাশেই বালিয়া গোদারাঘাটে মুদি দোকানে ব্যবসা করে আসছিলেন। গত কয়েক দিন আগে বেড়াইল গ্রামের আব্দুল গফুরের ছেলে সাদেক মিয়া তার দোকান থেকে ১২০ টাকা বাকিতে পণ্য কিনে। সোমবার সন্ধ্যায় দোকানদার তাহাজ্জত আলী সাদেকের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদেক মিয়া ও তার লোকজন দোকানদার তাহাজ্জত আলীকে কিল-ঘুষি মারলে তাহাজ্জত আলী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাজ্জত আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদেক মিয়ার চাচি বেগম আক্তার নামের এক নারীকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।