প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে বাউরা এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে স্থানীয় জনতা ব্যাংক সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নুল আবেদীন দুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী তপন কুমার সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ছাত্তারের কারণে স্কুলের পরিবেশ ধ্বংস হচ্ছে। আর তাই আমরা তার অপসারণের আবেদন করছি।
উল্লেখ্য, গত শনিবার রাতে প্রধান শিক্ষক আ. ছাত্তার একই এলাকার এক কাঠ ব্যবসায়ী ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ব্যবসায়ী আ. ছাত্তারকে আটকে রেখে মারপিট করে। পরে ওই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে।
এ বিষয়ে আ. ছাত্তার বলেন, যাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সে আমার বড় বোন।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজ বলেন ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অবশ্যই মামলা করা হবে।’
রবিউল হাসান/এআরএ/আরআইপি