কলমাকান্দায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৫ জুন ২০১৭

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। উপজেলার রংছাতি বাতানিয়া পাড়া গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ছেলে পরেশ আলী তার মা সামছুন্নাহারকে কুপিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও বাতানিয়া পাড়া গ্রামের দিনমজুর মো. সামছু মিয়া (৬৫) তার স্ত্রী সামছুন্নাহার (৫৫) এবং মাদকাসক্ত ছেলে মো.পরেশ আলীসহ (২৩) পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইফতার করেন। এরপর রাত ৮টার দিকে পরেশ তার মায়ের কাছে ভাত চায়, মা সামছুনাহার একটু পরে ভাত দিবে বললে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় পরেশ উত্তেজিত হয়ে মাকে ইট দিয়ে ও দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সামছুন্নাহারকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাদকাসক্ত পরেশ আলীকে আটক করা হয়েছে।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।