ঈদযাত্রা পথে দুর্ঘটনায় মামা-ভাগিনাসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৫ জুন ২০১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াপুলি নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হাড়িয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছে মামা ভাগিনাসহ তিনজন। এ ঘটনায় পথচারিসহ আহত হয়েছে আরও সাত প্রাইভেটকার যাত্রী। রোববার রাত ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম জানান, ঈদযাত্রায় ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ২৫-৬৮৮৩) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইমরান (৩০) ও তার ভাগিনা আয়ুব (৩) মারা যায়। গুরুতর আহতবস্থায় প্রাইভেটকারের চালক সোহেল মীরকে ফরিদপুরের হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আরও পাঁচ প্রাইভেটকার যাত্রীকে আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজন পথচারিও আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতের মধ্যে ইমরান ও আয়ুবের বাড়ি ঘটনাস্থলের পাশে এবং চালকের বাড়ি খুলনা জেলায়।

এস.এম. তরুণ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।