গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের ফাঁসির রায়
গাজীপুর মহানগরীর চাপুলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি ও বাদী পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত মোর্শেদার স্বামী ও মহানগরীর চাপুলিয়া (বন্নাই পাড়া) এলাকার মো. ছলিম মুন্সির ছেলে মো. আবু আইয়ুব লালন (৪৫), তার সহযোগী একই এলাকার জুলহাস খানের ছেলে মো. হানিফ (৩২), রিয়াজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মুল্লুক হোসেন ভূঁইয়া ও বদিউল আলমের ছেলে রানা (৩০)।
মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর মহানগরীর চাপুলিয়া (বন্নাইপাড়া) এলাকার আবু আইয়ুব লালনের পরকীয়ায় বাধা দেয়ার কারণে ২০০৮ সালের ৫ নভেম্বর রাতে সে তার অপর ৩ সহযোগী নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রী মোর্শেদাকে গুরুতর আহত করে। এর একদিন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোর্শেদা। এসময় মোর্শেদা চারমাসের অন্ত:সত্বা ছিল। এছাড়া তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় নিহতের চাচা মো. শওকত আলী বাদী হয়ে স্বামীসহ ৪জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে হানিফকে ঘটনাস্থল থেকে ধারেলো ছুরিসহ আটক করা হয়। অন্যরা পরবর্তীতে আটক হয়। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্ত ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জয়দেবপুর থানার এসআই রফিকুল ইসলাম-১। মঙ্গলবার শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রায়ে ন্যায় বিচার পেয়েছেন বিধায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী। তিনি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মকবুল হোসেন কাজল ও মো. আতাউর রহমান খান। রায়ে ন্যায় বিচার পায়নি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর। তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর