নেত্রকোনায় নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার


প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৯ জুন ২০১৭

নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ বৃহস্পতিবার সন্ধায় উদ্ধার করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের একটি শিক্ষার্থীর দল ঈদ উপলক্ষে নেত্রকোনার বিরিশিরি এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীদের দলে ছিল অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাঈফ খান (২২)।

তিনি বৃহস্পতিবার বেলা ২টার দিকে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নদীর চোরাবালিতে আটকা পড়ে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে গোসল করতে যাওয়া আরেক বন্ধু নদীতে তলিয়ে গেলে তিনি নদীটির আধা কিলোমিটার ভাটি এলাকায় গিয়ে সাঁতরে উঠে।

এসময় নিখোঁজের সংবাদ পেয়ে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সন্ধায় সাঈফ খানকে উদ্ধার করে। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, সাঈফ খান মুন্সিগঞ্জ সদরের ভেজগাঁ গ্রামের নূর হোসেনের ছেলে। উদ্ধার হওয়া সাঈফ খানের অভিভাবককে সংবাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

কামাল হোসাইন/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।