আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৫:১৯ এএম, ৩০ জুন ২০১৭
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত তিনজন হলেন, উপজেলার রামশা কাজিপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শাহ (৫০) ও তার ভাই ওয়ার্ড যুবলীগের সাধারণ সসম্পাদক ডা. শাহিন শাহ (৩০) এবং মৃত আব্বাস আলী শাহ`র ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী শাহ (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফিরোজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাত আটটার দিকে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৮ জন আহত হয়।

এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। বাকি আহতদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।