নড়িয়ায় নকল ঘি তৈরির কারখানার সন্ধান, আটক ২


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৯ মে ২০১৫

শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের রাহাপারা গ্রামে নকল ঘি তৈরির সময় ছয় হাজার কেজি নকল ঘি ও ঘি তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৮। সোমবার রাতে ইউপি সদস্য ইসহাক মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার নকল ঘি তৈরির অপরাধে ২ জনকে আটক করে এক বছরের সাজা দেয়া হয়েছে।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের মেম্বার ইছহাক মোল্লার রাহাপাড়া গ্রামে অবস্থিত বাড়িতে তার নেতৃত্বে একটি চক্র নকল ভেজাল ঘি তৈরি হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার এএসপি সুমন সরকারের নেতৃত্ব একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

গভীর রাতেও বাড়ির ভিতরেই ফেক্টরি বানিয়ে সেখানে তৈরি করা হচ্ছিল নকল ‘রাজিবের বাঘাবাড়ি খাঁটি গাঁওয়া ঘি’। এ সময় কারখানা থেকে ছয় হাজার কেজি নকল ঘি, নকল ঘি তৈরির সরঞ্জাম, এক ড্রাম পাম তেল, ১৬০ কেজি ডালডা, ৪০ কেজি কৃত্রিম সুগন্ধি ও ৫ হাজার পিস ঘি বাজারজাত করার কৌটা উদ্ধার করে। এ সময় নকল ঘি তৈরির অপরাধে ইছহাক মোল্লার ভাই মোজাফ্ফর মোল্লা ও জয়নাল মোল্লাকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টেট মো. জিয়াউর রহমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় আটক ২ জনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

ছগির হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।