অতিরিক্ত যাত্রী নিয়ে উল্টে গেল বাসটি


প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩০ জুন ২০১৭

ঝালকাঠির রাজাপুরে বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্য রুহুল আমিন, বরিশালের স্বরুপ আলী মিয়া, জেসমিন, মসিমনগরের সুমন হোসেন, যশোরের রনি, একরামুল কবির, বাগেরহাটের লাভলী আক্তার, আসমা বেগম, সোহাগ, ভোলার আক্তার হোসেন, খুলনার মিরাজুল হক, সাতক্ষীরার রাশেদ হোসেন, শিয়ালকাঠির জাকিয়া, খুলনার বৈকালির পরমতো ও বদরুলসহ কমপক্ষে ৩০ জন।

আহতদের মধ্যে রুহুল আমিন, সুমন, রনি ও বদরুলকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। বাকিরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশাস সন্তোষ জানান, বিকেল ৫টার দিকে খুলনা থেকে একটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে সকল যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে রাজাপুর থানা পুলিশ ও কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।

রাজাপুর থানা পুলিশের (ওসি-তদন্ত) হারুন অর রশিদ জানান, ৭০/৮০ জন যাত্রী নিয়ে খুলনা থেকে বরিশালের দিকে বাসটি যাচ্ছিল। পথিমধ্যে বিশ্বাসবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে।

মো. আতিকুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।