দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলছে পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০৪:৪২ এএম, ২০ মে ২০১৫
ফাইল ছবি

চালককে গ্রেফতারের প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সন্ধ্যা থেকে খুলনা ও বরিশাল অঞ্চলের সকল রুটে এ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। চালককে মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, সোমবার রাতে বেনাপোল থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুরের মধুখালিতে ডাকাতের কবলে পড়ে। ডাকাতি করে ডাকাতরা নেমে যাওয়ার পর চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে থানায় হাজির হন। এসময় তিনি ডাকাতির বিষয়টি উল্লেখ করে মামলা নেয়ার অনুরোধ করেন। কিন্তু মুধখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চালককে মঙ্গলবার সকাল পর্যন্ত বসিয়ে রাখেন। এরপর চালক আয়নালকে ডাকাতির মামলায় আসামি করে আটক করা হয়। নিরপরাধ চালককে ডাকাতির মামলায় আসামি করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

আজিজুল আলম মিন্টু অভিযোগ করে আরো বলেন, ডাকাতির ঘটনায় মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জড়িত। এজন্য তিনি চালককে আসামি করে মামলা ও আটক করে হয়রানি করছেন। চালককে মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।