জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহে এবার সেই কাউন্সিলর আটক


প্রকাশিত: ০৭:০১ এএম, ০২ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এবার নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নান্নু শেখকেও আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করে জেলা পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরআগে শনিবার ভোরে শহরের কানাইখালি এবং বড়হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলর নান্নু শেখের স্ত্রী, ভাইসহ ৩ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নাটোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ভাগ্নি জামাই নাটোর সরকারী এনএস কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং গুরুদাসপুর উপজেলার জুনাইনগর ফরাবিপাড়া গ্রামের ইয়াহিয়ার ছেলে মাসুদ হাসান সরকারের তালিকাভুক্ত জঙ্গি সদস্য। এরই জের ধরে জঙ্গি মাসুদ হাসানের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে শনিবার রাতে কাউন্সিলর নান্নু শেখকে আটক করে পুলিশ। তাকে জঙ্গি মাসুদের বিষয়ে জিজ্ঞাসাবদ করছে পুলিশ।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, কাউন্সিলর নান্নু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে নির্দোষ মনে হলে ছেড়ে দেয়া হবে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।