কুষ্টিয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০২ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় এক নারী শ্রমিকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা মাঠ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পয়ারী গ্রামের মোফারফ হোসেন (৬০), কুর্শাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আট্টিগ্রামের শাহীন (৪২), আবুল কাশেম (৪৫) ও অজ্ঞাত শিশু (১২)।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নিহতদের পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আল-মামুন সাগর/এফএ/পিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।