লালমনিরহাটে ছুরিকাঘাতে ঔষধ ব্যবসায়ী খুন


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২০ মে ২০১৫

লালমনিরহাটের এয়ারপোর্ট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একরামুল হক নয়ন (৩২) নামে এক ঔষধ ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ঔষধ ব্যবসায়ী একরামুল হক নয়ন লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার মৃত আছির আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের আমবাড়ী থেকে ফেরার পথে লালমনিরহাট-রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকায় ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০ টায় তার মৃতু হয়।

লালমনিরহাট সদর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে পিয়ারুল ইসলাম (৩৫), সাকিলুর রহমান (৩৮), মমিনুর ইসলাম (২৯), ইশা মিয়া (৪০) ও মজনু মিয়া (৩৫) নামে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, এ ঘটনায় রাতেই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

রবিউল হাসান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।