পীরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০২ জুলাই ২০১৭

রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ মো. সুলতান মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।

রোববার বেলা আড়াইটার দিকে চতরা ইউনিয়নের গাড়পাড়া মিশন প্রাইমারী স্কুল সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুলতান মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে। বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।