স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইউপি চেয়ারম্যান কারাগারে


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৪ জুলাই ২০১৭

স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার মামলায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শিশু আদালতের বিচারক শফিকুল ইসলাম এই আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে মোস্তাফিজুর রহমান বাদল আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালতে মূল নথি উপস্থাপন না করায় গাইবান্ধা শিশু আদালতের বিচারক শফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।

এছাড়া ভিকটিমের বয়স কম হওয়ায় মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালত থেকে শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) গত ২৭ মে রাতে মোস্তাফিজুর রহমান ধর্ষণের চেষ্টা করেন। পরে ৩ জুন রাতে ছাত্রীর চাচা মো. আল আমিন মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মোস্তাফিজুর রহমান বাদল সদর উপজেলার লেংগাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মৌজা মালীবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।