রাজাপুরে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ জুলাই ২০১৭

রাজাপুরের আলোচিত স্কুলছাত্র রাজুকে নির্যাতনের ৩ দিন পরে গতকাল সোমবার রাতে মামলা রুজু করেছে রাজাপুর থানা পুলিশ।

রাজুর বাবা মোতালেব হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া সোনারগাঁও গ্রামে ৮ হাজার টাকা চুরির অপবাদে চতুর্থ শ্রেণির ছাত্র মো. রাজু হাওলাদারকে শনিবার বিকেলে তিনজন মিলে পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গরুর রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার হাতের আঙুলে আগুনের ছ্যাকা দেয়া হয়েছে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ছুটি শেষে সোমবার সন্ধ্যায় থানায় এসেই ওই শিশুর খোঁজখবর নিয়েই মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

শিশু নির্যাতনের মূল হোতা ইয়াবা ব্যবসায়ী মাতাল সজিবসহ ৩ বখাটে গ্রেফতার না হওয়ায় এলাকার জনমন ক্ষোভ প্রকাশ করেছেন।

আসামি ও তাদের স্বজনদের হুমকিতে বর্তমানে শিশুটির পরিবার নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উত্তমপুর স্কুল শিক্ষক রুহুল আমিনের সম্মান তার ছেলে ইয়াবা ব্যবসায়ী মাতাল সজিবের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা ধামাচাপা দিতে তিনি নিজেও কিছু ওষুধপত্র কিনে দেন এবং বর্তমানে বিভিন্ন রাজনৈতিক লোকজনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, আরুয়া গ্রামের জাকির হাওলাদারের ৮ হাজার টাকা চুরির অপবাদে গত ১ জুন শনিবার বিকেলে গরীব দিনমজুর মোতালেব হাওলাদারের ছেলে আরুয়া সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্র রাজু হাওলাদারকে সজীব হোসেন, হাকিমের ছেলে সাইদুল ও গৌরাঙ্গ ওরফে গৌরার ছেলে লিটন নির্মম নির্যাতন করে। বর্তমানে রাজু রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।