বদলগাছীতে রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ জুলাই ২০১৭

নওগাঁর বদলগাছীতে রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার এনায়েতপুর ও নাজিরপুর এলাকাবাসীর আয়োজনে এনায়েতপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শিক্ষক মীর বক্স, ডা. গোবিন্দ্র চন্দ্র, সেকেন্দার আলী, হজিবর রহমান, রেজাউল ইসলাম, কোরবান আলী, মজিবর রহমান, আজাহার আলী ও ছবেজান বিবি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি নির্মাণের শুরু হতে ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন। অনিয়মের এ বিষয়ে স্থানীয় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তাকে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো প্রতিকার হয়নি। স্থানীয়রা এর প্রতিবাদ করায় ঠিকাদার উল্টো তাদের নামে থানায় অভিযোগ করেছে। এখনও এলাকাবাসীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের নাজিরপুর ব্রিজ মোড় হতে এনায়েতপুর বাজারে শেষ প্রান্ত পর্যন্ত দুই হাজার ৪৭০ মিটার রাস্তাটি ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার ১১৪ টাকা ব্যয়ে চলতি বছরের টেন্ডারের প্রেক্ষিতে নির্মাণকাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তরফদার ট্রেডার্স।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।