আটোয়ারীতে বজ্রপাতে ২ গৃহবধূ নিহত
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া-মহারাজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালিয়া-মহারাজার ঈশ্বর চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩০) এবং একই এলাকার পালানু চন্দ্র সিংহের স্ত্রী বুদো রানী (৫০)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টির মধ্যে ওই দুই নারী বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় প্রচণ্ড শব্দে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/পিআর