যমুনার চরে ডাকাতবিরোধী অভিযান, ১৫ গরু উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় ১৫টি গরু, দুইটি মোটরসাইকেলসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চলে।
গ্রেফতাররা হলেন পাবনার দুলাল মিয়ার ছেলে চিহিৃত ডাকাত সোনাই মিয়া, আলোকদিয়া চরের আলতাব মোল্লার ছেলে সোহেল, জুলহাসের ছেলে আলমাস, সালাম মোল্লার ছেলে মিন্টু মোল্লা ও তার ভাই সাদ্দাম। এদের সবার বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে।
বিশেষ অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান। জাগো নিউজকে তিনি বলেন, ৫টি স্পিডবোট ও ৪টি ট্রলারে করে ৯ জন ইন্সপেক্টরসহ ৭০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
পুলিশ সুপার আরও বলেন, আলোকদিয়া চরে তালিকাভুক্ত ২০ ডাকাত ও সন্ত্রাসী ধরতেই অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ডাকাতদলটি মানিকগঞ্জ ছাড়াও, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়িসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।
কুরবানি ঈদকে সামনে রেখে তারা সংঘবদ্ধ হয়েছে। এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
অভিযানে গ্রেফতারদের ডিবি পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। উদ্ধার করা গরু রাখা হয়েছে শিবালয় থানায়। উপযুক্ত প্রমাণ পেলে গরুগুলো মালিকের কাছে ফিরিয়ে দেয়া হবে।
বি.এম খোরশেদ/এএম/জেআইএম