শার্শায় ২৫ লাখ টাকার আতশবাজি ও জর্দা উদ্ধার

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ২৫ লাখ টাকার ভারতীয় চকলেট বাজি, আতশবাজি ও জর্দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার শার্শার নাভারণ রেলস্টেশন এলাকার বস্তিপাড়া থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আবদুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ রেলস্টেশন এলাকার বস্তিপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চকলেট বাজি, আতশবাজি ও জর্দা উদ্ধার করা হয়েছে। চোরকারবারীরা ওই সব পণ্য ট্রেনে যশোরে নেওয়ার জন্য জড়ো করেছিল। টের পেয়ে বিজিবি সদস্যরা উপস্থিত হলে তারা পালিয়ে যায়। উদ্ধার হওয়া পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।
মিলন রহমান/এমএএস/পিআর