বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক
নওগাঁর সাপাহার করমুডাঙ্গা সীমান্তে ফারুক হোসেন (৩০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরে ভারতের আদাডাঙ্গা ৬০-বিএসএফ তাকে আটক করে। ফারুক হোসেন উপজেলার বলদিয়া ঘাটের মহব্বত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ফারুকসহ ৭-৮ জন গরু ব্যবসায়ী গরু আনতে যায়। শনিবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের আদাডাঙ্গা ৬০-বিএসএফ জোয়ানদের নজরে পড়লে তাদের পিছু ধাওয়া করে।
এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গরুসহ ফারুককে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। পরে ফারুককে স্থানীয় বামন গোলা থানায় সোপর্দ করা হয়।
করমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিওপি কমান্ডার নায়েক সুবেদার আজমল হোসেন বলেন, ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে আটক ফারুক হোসেনকে ফেরত চেয়ে বিএসএফ ক্যাম্পে একটি চিঠি পাঠানো হয়। শনিবার দুপুরে আদাডাঙ্গা-৬০ সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটক ফারুক হোসেনকে ফেরত দেয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিএসএফ।
আব্বাস আলী/এএম/জেআইএম