ধনী-গরিবের বিফল প্রেম, প্রেমিকের ঠাঁই হলো জেলে


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১০ জুলাই ২০১৭

কোটিপতি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলা মথুরাপুর এলাকার আরিফ আসলাম প্রিন্স নামের এক তরুণকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

ধনীর মেয়ের সঙ্গে গরিবের ছেলের প্রেম যে বেমানান সেটি আবারও প্রমাণিত এ ঘটনার মধ্য দিয়ে। প্রেম করার অপরাধে আমার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেকে আজ জেলে যেতে হলো। চোখের সামনে ছেলের হাতে হাতকড়া পরিয়ে কারাগারের দিকে নিয়ে যেতে দেখে ঠাকুরগাঁও জজকোর্টের বারান্দায় বসে এভাবেই বলছিলেন আরিফ আসলাম প্রিন্সের বাবা আব্দুর রহমান।

জানা গেছে, আরিফ আসলাম প্রিন্স ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ত। আর মেয়েটি সুগার মিল উচ্চ বিদ্যালয়ে পড়ত। একই এলাকার হওয়ায় তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। পরে একই কলেজে পড়ার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কলেজ জীবন শেষ করে প্রিন্স ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। আর মেয়েটি সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সেখানে অবস্থান করে। এ দূরত্বের মাঝেও দুজনের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। নিয়মিত ফোনে কথা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা ও বাড়িতে এলেই দেখা সাক্ষাৎ হতো তাদের।

প্রেমের বিষয়টি মেয়েটির বাবা ঠাকুরগাঁও রোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবু ছালাম ও বড় ভাই জেনে গেলে ছেলেটির ওপর চলে মানসিক নির্যাতন। এর পূর্বে মেয়েকে ছেলেটির সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার হুমকি দিলেও তারা থেমে থাকেনি।

এবার ঈদে আরিফ আসলাম প্রিন্স ও মেয়েটি বিশ্ববিদ্যালয় ছুটির সুবাদে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঠাকুরগাঁওয়ে আসে। পরে মোবাইলে দুজনের যোগাযোগ শুরু হয়। হঠাৎ একদিন মেয়েটি প্রিন্সের সঙ্গে কথা বলার সময় তার বড় ভাই দেখে ফেলে। এতে মেয়েটিকে বোকা দেয় তার বড় ভাই।

পরবর্তীতে মেয়েটির ভাই ঠাকুরগাঁও থানায় একটি অপহরণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন আরিফ আসলাম প্রিন্সের বিরুদ্ধে। গত ২ জুলাই অভিযোগের প্রেক্ষিতে আরিফ আসলাম প্রিন্সকে মথুরাপুরের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আদালত পরে আরিফ আসলাম প্রিন্সকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রিন্সের বাবা আব্দুর রহমান জানান, আমরা গরিব। আমার ছেলে ধনীর পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করতে গেছে। তাই মেয়ের বাবার ক্ষমতার দাপটে তাকে জেলহাজতে যেতে হয়েছে। আসলে ‘প্রেম তো ধনী গরিব বুঝে না’।

মামলার বাদী মেয়েটির বড় ভাই আকিদ জাহিদ জাগো নিউজকে জানান, আরিফ আসলাম প্রিন্সের সঙ্গে আমার বোনের কলেজ জীবন থেকে একটা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু সে প্রায় সময় আমার বোনকে ফোনে বিরক্ত করত। ঈদের ছুটিতে আসলে সে আমার বোনকে অপহরণের চেষ্টা করে। তাই থানায় মামলা করেছি।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই কফিল উদ্দিন জানান, মামলার প্রেক্ষিতে আসামি গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মামলার প্রতিবেদন দাখিল করা হবে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এটিএম শিফাতুল জানান, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা জানার জন্য মেয়েটির (নাম প্রকাশ না করার অনুরোধ) সঙ্গে বিভিন্ন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রিপন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।