লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
লালমনিরহাট জেলার আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ উপজেলায় তুষভাণ্ডার চৌধুরী মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফাইয়াফুর রহমান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াফুর রহমান কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামের আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফাইয়াফুর রহমান কালীগঞ্জ বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এমজেড/এমএস