লালমনিরহাটে সড়ক দুর্ঘটনারোধে র‌্যালি


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৪ মে ২০১৫

`সবাই মিলে ঐক্য করি সড়ক দুর্ঘটনারোধে সংস্কৃতি গড়ি` এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটে সাস্টেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইডি ও নিরাপদ সড়ক চাই (নিসাচ) এর উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ ডাকবাংলা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসাচ) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

র‌্যালি শেষে জেলা পরিষদ ডাকবাংলা মিলনায়তন হল রুমে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত গাড়ি চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসাচ) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মোহাম্মদ সাইদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, নিরাপদ সড়ক চাইয়ের লালমনিরহাট জেলা আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মমিনুর হক, লালমনিরহাটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক, পৌরসভা মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, এলজিইডি রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় করেন নিরাপদ সড়ক চাই-এর সদস্য সচিব আসাদুজ্জামান ভুট্টু।  

রবিউল  হাসান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।