সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় শরিফুল ইসলাম (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের ব্র্যাক মোড়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের খিজির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে শরিফুল ইসলাম বাইসাইকেল নিয়ে উপজেলা শহর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের ব্র্যাক মোড়ের পশ্চিম পাশে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শরিফুল। সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিতাভ দাশ হিমুন/এআরএ/আরআই